মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১৩০
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ ফেলে দেয়া, মদের পাত্রসমূহ ভেঙ্গে ফেলা এবং মদকে সিরকা বানানোর প্রতি নিষেধাজ্ঞা।
১৩০। হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, আবু তালহা (রা) নবী (ﷺ)-কে কতিপয় ইয়াতীম সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, যারা উত্তরাধিকারসূত্রে কিছু মদ পেয়েছিল। তিনি বললেন, মদ প্রবাহিত করে দাও। তিনি বললেন, এটাকে সিরকা বানাতে পারব? তিনি বললেন, না।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, আব্বু তালহা (রা)-এর তত্ত্বাবধানে কতিপয় ইয়াতীম ছিল। তিনি তাদের জন্য মদ খরিদ করেছিলেন। পরে যখন মদ হারাম করা হয় তখন তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এসে বললেন, এটা দ্বারা সিরকা প্রস্তুত করতে পারব? তিনি বললেন, না। বর্ণনাকারী বলেন, এরপর তিনি তা (মাটিতে) প্রবাহিত করে দেন।
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী)
كتاب الأشربة
باب ما جاء في أراقة الخمر وكسر أوانيه والنهي عن تخليله
عن أنس بن مالك (4) أن أبا طلحة سأل النبي صلى الله عليه وسلم عن أيتام ورثوا خمرا فقال أهرقها (5) قال أفلا نجعلها خلا؟ قال لا (وعنه من طريق ثان) (6) قال كان في حجر أبي طلحة يتامى فابتاع لهم خمرا. فلما حرمت الخمر أتى رسول الله صلى الله عليه وسلم فقال أصنعه خلا؟ قال لا، قال فاهراقه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৩০ | মুসলিম বাংলা