মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১২৬
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ পানকারীর প্রতি কঠোরবাণী (আমরা আল্লাহর নিকট এটা হতে আশ্রয় চাই।)
১২৬। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন এমন দস্তরখানে না বসে যেখানে মদ পান করা হয়।
(হাদীসটি 'হাম্মামখানায় প্রবেশ করা' অনুচ্ছেদ বর্ণিত হয়েছে।)
كتاب الأشربة
باب ما جاء في وعيد شارب الخمر نعوذ بالله من ذلك
عن جابر بن عبد الله (7) قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يقعد على مائدة يشرب عليها الخمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২৬ | মুসলিম বাংলা