মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১২১
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ পানকারীর প্রতি কঠোরবাণী (আমরা আল্লাহর নিকট এটা হতে আশ্রয় চাই।)
১২১। হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি মদ পান করে নেশাগ্রস্থ হয়, চল্লিশ রাত পর্যন্ত তার কোন সালাত কবুল হবে না। তৃতীয় ও চতুর্থবারও যদি পান করে, তবে চল্লিশ রাত পর্যন্ত তার কোন সালাত কবুল করা হবে না। এরপর যদি সে তাওবা করে, তবে আল্লাহ তার তাওবা কবুল করবেন না এবং আল্লাহ অবশ্যই তাকে 'খাবাল ঝর্ণা' হতে পান করাবেন। তাকে জিজ্ঞাসা করা হল, 'খাবাল ঝর্ণা' কী? তিনি বললেন, জাহান্নামবাসীদের পুঁজ।
(ইবন হিব্বান, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও বাযযার বর্ণনা করেছেন। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما جاء في وعيد شارب الخمر نعوذ بالله من ذلك
عن عبد الله بن عمرو (1) عن النبي صلى الله عليه وسلم قال من شرب الخمر فسكر لم تقبل صلاته أربعين ليلة، فإن شربها فسكر لم تقبل صلاته أربعين ليلة، والثالثة والرابعة فإن شربها لم تقبل صلاته أربعين ليلة، فإن تاب لم يتب الله عليه (2) وكان حقا على الله أن يسقيه من عين خبال، قيل وما عين خبال؟ قال صديد أهل النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২১ | মুসলিম বাংলা