মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১১৯
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ ও তা পানকারীর প্রতি অভিশম্পাত এবং তাওবা না করলে পরকালের শরাব হতে তার বঞ্চিত হওয়া প্রসঙ্গ।
১১৯। আবূ মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না: নিয়মিত মদ্যপায়ী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং যাদুর প্রতি বিশ্বাস স্থাপনকারী। যে ব্যক্তি নিয়মিত মদ পান করে মৃত্যুবরণ করে তাকে 'গুতা' নহর হতে পান করানো হবে। তাকে জিজ্ঞাসা করা হল, 'গুতা' নহর কি? তিনি বললেন, এটা এমন নহর যা ব্যভিচারিণী মহিলাদের লজ্জাস্থান হতে প্রবাহিত হবে। তাদের লজ্জাস্থানের দুর্গন্ধ জাহান্নামীদেরকে কষ্ট দিবে।
(আবূ ইয়া'লা, ইবন হিব্বান, তাবারানী, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, আহমদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(আবূ ইয়া'লা, ইবন হিব্বান, তাবারানী, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, আহমদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما جاء في لعن الخمر وشاربها وحرمانه من خمر الآخرة إلا أن يتوب
عن أبي موسى (4) يعني الأِشعري أن النبي صلى الله عليه وسلم آله وصحبه وسلم قال ثلاثة لا يدخلون الجنة (5) مدمن خمر وقاطع رحم ومصدق بالسحر، ومن مات مدمنها للخمر سقاه الله عز وجل من نهر الغوطة (6) قيل وما نهر الغوطة؟ قال نهر يجري من فروج المومسات يؤذي أهل النار ريح فروجهن