মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১১৭
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ ও তা পানকারীর প্রতি অভিশম্পাত এবং তাওবা না করলে পরকালের শরাব হতে তার বঞ্চিত হওয়া প্রসঙ্গ।
১১৭। তাঁরই সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, যে ব্যক্তি পৃথিবীতে মদ পান করবে আর তা হতে তাওবা না করবে, পরকালে তাকে এটা হতে বঞ্চিত রাখা হবে; তাকে পান করানো হবে না।
(বুখারী, মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ, তায়ালিসী)
(বুখারী, মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ, তায়ালিসী)
كتاب الأشربة
باب ما جاء في لعن الخمر وشاربها وحرمانه من خمر الآخرة إلا أن يتوب
وعنه أيضًا (11) عن النبي صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا ولم يتب منها حرمها في الآخرة لم يسقها