মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১১২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা মদ তৈরী হয় তার বিবরণ। মদ হারাম এবং প্রত্যেক নেশাকর বস্তু হারাম।
১১২। দায়লাম হিময়ারী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা শীতপ্রধান অঞ্চলে বাস করি। সেখানে আমরা কঠিন কাজে শ্রম ব্যয় করি। আর আমরা এই গম দ্বারা শরাব প্রস্তুত করি। এর দ্বারা আমরা আমাদের কাজে শক্তি সঞ্চয় করি এবং শীত হতে আত্মরক্ষা করি। তিনি বললেন, এটা কি নেশা সৃষ্টি করে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তবে এটা হতে বেঁচে থাক।
(অন্য বর্ণনায়, তবে তোমরা এটা পান কর না।) বর্ণনাকারী বলেন, এরপর আমি তার সামনে এসে পুনরায় তাঁকে অনুরূপ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা কি নেশা সৃষ্টি করে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তবে এটা হতে বেঁচে থাক। আমি বললাম, লোকেরা তো এটা ছাড়বে না। তিনি বললেন, যদি তারা এটা না ছাড়ে তবে তাদেরকে হত্যা করবে।
(আবূ দাউদ। এর সনদে বর্ণনাকারী মুহাম্মাদ ইবন ইসহাক নির্ভরযোগ্য। তবে তিনি মুদাল্লিস।)
(অন্য বর্ণনায়, তবে তোমরা এটা পান কর না।) বর্ণনাকারী বলেন, এরপর আমি তার সামনে এসে পুনরায় তাঁকে অনুরূপ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা কি নেশা সৃষ্টি করে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তবে এটা হতে বেঁচে থাক। আমি বললাম, লোকেরা তো এটা ছাড়বে না। তিনি বললেন, যদি তারা এটা না ছাড়ে তবে তাদেরকে হত্যা করবে।
(আবূ দাউদ। এর সনদে বর্ণনাকারী মুহাম্মাদ ইবন ইসহাক নির্ভরযোগ্য। তবে তিনি মুদাল্লিস।)
كتاب الأشربة
باب ما يتخذ منه الخمر وتحريمه وأن كل مسكر حرام
عن ديلم الحميري (3) قال سألت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إنا بأرض باردة نعالج بها عملا شديدا وإنا نتخذ شرابا من هذا القمح نتقوى به على أعمالنا وعلى برد بلادنا، قال هل يسكر؟ قلت نعم، قال فاجتنبوه (وفي وراية فلا تشربوه) قال ثم جئت بين يديه فقلت له مثل ذلك، فقال هل يسكر؟ قلت نعم، قال فاجتنبوه، قلت إن الناس غير تاركيه: قال فأن لم يتركوه فاقتلوهم