মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১০৫
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা মদ তৈরী হয় তার বিবরণ। মদ হারাম এবং প্রত্যেক নেশাকর বস্তু হারাম।
১০৫। আবদুল্লাহ ইবন 'আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, যে বস্তুর বেশিটা নেশার সৃষ্টি করে তার অল্প অংশও হারাম।
(নাসাঈ, ইবন মাজাহ। হাদীসটির সনদে বর্ণনাকারী 'আবদুল্লাহ ইবন উমর ওমারী' দুর্বল।)
كتاب الأشربة
باب ما يتخذ منه الخمر وتحريمه وأن كل مسكر حرام
عن عبد الله بن عمرو (5) (يعني ابن العاص) أن النبي صلى الله عليه وسلم قال ما أسكر كثيره فقليلة حرام
tahqiqতাহকীক:তাহকীক চলমান