মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৮১
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৮১। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খেজুর গাছের গোড়া হতে তৈরী পাত্র, কদুর খোলস এবং আলকাতরাযুক্ত পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন এবং বলেছেন, তোমরা কেবল বন্ধনীযুক্ত চামড়ার পাত্র হতে নাবীয পান করবে। এরপর লোকেরা উটের চামড়ার পাত্র তৈরী করে ছাগলের চামড়া দ্বারা বন্ধনী তৈরী করল। এরপর রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি বললেন, তোমরা কেবল এমন পাত্র হতে পান কর; যার ওপরাংশ তার থেকেই তৈরী করা হয়েছে। (অর্থাৎ উপর-নিচ সবটাই ছাগলের চামড়ার তৈরি।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী হুসায়ন ইবন আবদিল্লাহ ইবন উবায়দিল্লাহ-কে অধিকাংশ হাদীসবিশারদ দুর্বল বলেছেন। তবে ইবন মা'ঈন (র) থেকে বর্ণিত আছে যে, তিনি তার সূত্রে বর্ণিত হাদীস সম্বন্ধে বলেছেন, এতে কোন দোষ নেই। তার হাদীস লেখা যাবে।)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن ابن عباس (7) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن النقير والدباء والمزفت وقال لا تشربوا إلا فى ذى إكاء (8) فصنعوا جلود الإبل ثم جعلوا لها أعناقًا من جلود الغنم فبلغه ذلك، فقال لا تشربوا إلا فيما أعلاه منه
tahqiqতাহকীক:তাহকীক চলমান