মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৬৪
পানীয় অধ্যায়
অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মদ হয় এই দু'টি গাছ হতে খেজুর ও আঙ্গুর। এবং রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেন, তোমরা খেজুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী কর না এবং কাঁচা খেজুর ও শুকনো খেজুর একত্র করে নাবীয তৈরী কর না। এগুলো দ্বারা তোমরা পৃথক পৃথক নাবীয তৈরী করবে।
(মুসলিম ও অন্যান্য)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن أبى هريرة (7) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الخمر من هاتين الشجرتين النخلة والعنبة (8) وقال رسول الله صلى الله عليه وسلم لا تنبذوا التمر والزبيب جميعًا ولا تنبذوا البسر (9) والتمر جميعًا وانتبذوا كل واحدة منهن على حدة
tahqiqতাহকীক:তাহকীক চলমান