মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৫২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মশকের নাবীয। নবী (ﷺ) এটা হতে পান করতেন এবং এটা পসন্দ করতেন।
৫২। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আসলেন। তাঁর সঙ্গে ছিলেন উসামা ইবন যায়দ (রা)। সে সময় আমরা তার নিকট এই নাবীয অর্থাৎ চামড়ার মশকে তৈরী নাবীয পান করার জন্য নিয়ে গেলে তিনি এটা পান করলেন এবং বললেন, তোমরা উত্তম কাজ করেছ। তোমরা এরূপই করবে অর্থাৎ চামড়ার মশকে নাবীয তৈরী করবে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর সূত্র উত্তম।)
كتاب الأشربة
باب ما جاء فى نبيذ السقاية وشرب النبى صلى الله عليه وسلم منه واستحسانه
عن ابن عباس (3) قال جاءنا رسول الله صلى الله عليه وسلم ورديفه أسامة فسقيناه من هذا النبيذ يعنى نبيذ السقاية (4) فشرب منه وقال أحسنتم هكذا فاصنعوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান