মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ২৭
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: এ বিষয়ে অবকাশ প্রসঙ্গ।
২৭। ইয়াযীদ ইবন 'উতারিদ (র) থেকে বর্ণিত। ওয়াকী' (র) বলেছেন, তিনি (ইয়াযীদ) সাদূসী আবু বাযারী। তিনি বলেন, আমি ইবন উমর (রা)-কে দাঁড়ানো অবস্থায় পান করা সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে দাঁড়ানো অবস্থায় পান করতাম আর হাঁটা অবস্থায় খাবার খেতাম।
(তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) হাদীসটিকে সহীহ বলেছেন।)
(তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب الأشربة
باب الرخصة فى ذلك
عن يزيد بن عطارد (3) قال وكيع السدوسى أبى البرزى (4) قال سألت ابن عمر عن الشرب قائمًا فقال قد كنا على عهد رسول الله صلى الله عليه وسلم نشرب قيامًا ونأكل ونحن نسعى
হাদীসের ব্যাখ্যা:
হযরত আব্দুল্লাহ ইবন উমর রাযি. বর্ণিত হাদীছে যে হাঁটা অবস্থায় খাওয়ার উল্লেখ আছে, তা দ্বারা মূলত জায়েয বোঝানো উদ্দেশ্য। যদিও তা মাকরূহ, যেমনটা অন্যান্য হাদীছ দ্বারা বোঝা যায়।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
হাঁটা অবস্থায় খাওয়া, পান করা যেতে পারে, যদিও সুন্নত হল বসে খাওয়া, পান করা।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
হাঁটা অবস্থায় খাওয়া, পান করা যেতে পারে, যদিও সুন্নত হল বসে খাওয়া, পান করা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)