মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১৯
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : দাঁড়ানো অবস্থায় পান করা।
১৯। আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি এক ব্যক্তিকে দেখলেন যে, সে দাঁড়িয়ে পান করছে। তিনি তাকে বললেন, (যা পান করেছ) তা বমি কর। এবং তিনি তাকে আরো বললেন, তোমাদের কি এতে আনন্দ লাগবে যে, তোমার সঙ্গে বিড়াল পান করুক? সে বলল, না। তিনি বললেন, তবে শোন, বিড়াল অপেক্ষা যা অধিকতর নিকৃষ্ট অর্থাৎ শয়তান তোমার সঙ্গে পান করেছে।
(বাযযার। হায়ছামী (র) বলেছেন, আহমাদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب النهى عن الشرب قائمًا
عن أبى هريرة (6) عن النبى صلى الله عليه وسلم أن رأى رجلًا يشرب قائمًا فقال له قه (7) قال له أيسرك أن يشرب معك الهر؟ قال لا، قال فانه قد شرب معك من هو شر منه الشيطان
tahqiqতাহকীক:তাহকীক চলমান