মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ঈলা অধ্যায়

হাদীস নং: ৪৩
ঈলা অধ্যায়
অধ্যায় : ঈলা

আল্লাহর বাণী: যারা স্বীয় স্ত্রীদের সঙ্গে সংগত না হওয়ার শপথ করে তারা চার মাস অপেক্ষা করবে-এর ব্যাখ্যা।
৪৩। আবূ যুবায়র (র) থেকে বর্ণিত যে, তিনি হযরত জাবির ইবন আবদিল্লাহ (রা)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তার বিবিদেরকে এক মাসের জন্য পরিত্যাগ করলেন। তিনি ওপরের কোঠায় অবস্থান করতেন আর বিবিগণ নীচে অবস্থান করতেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) উনত্রিশের রাতে তাদের নিকট আসেন। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)। আপনি তো উনত্রিশ রাত অবস্থান করেছেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মাস এরূপ এরূপ, দুইবার তিনি হাতের সব আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেন এবং তৃতীয়বার তিনি বৃদ্ধাঙ্গুল বন্ধ করেন।
(মুসলিম ও অন্যান্য)
كتاب الإيلاء
كتاب الإيلاء

وتفسير قوله تعالى للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر الآيات
عن أبي الزبير أنه سمع جابر بن عبد الله يقول هجر رسول الله صلى الله عليه وسلم نساءه شهرا فكان يكون في العلو ويكن في السفل، فنزل النبي صلى الله عليه وسلم إليهن في تسع وعشرين ليلة، فقال رجل يا رسول الله إنك مكثت تسعا وعشرين ليلة، فقال رسول الله صلى الله عليه وسلم إن الشهر هكذا وهكذا بأصابع يده مرتين وقبض في الثالثة إبهامه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান