মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ঈলা অধ্যায়

হাদীস নং: ৪০
ঈলা অধ্যায়
অধ্যায় : ঈলা

আল্লাহর বাণী: যারা স্বীয় স্ত্রীদের সঙ্গে সংগত না হওয়ার শপথ করে তারা চার মাস অপেক্ষা করবে-এর ব্যাখ্যা।
৪০। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর পা মচকে গিয়েছিল, এজন্য তিনি একটি উঁচু কোঠায় অবস্থান নিলেন। খেজুর গাছের কাণ্ড ছিল তার সিড়ি। তিনি একমাস পর্যন্ত তার স্ত্রীগণের নিকট না যাওয়ার শপথ করেছিলেন। সে সময় তাঁর সাহাবীগণ তাঁকে দেখার জন্য আসলেন। তাদেরকে নিয়ে তিনি বসে সালাত আদায় করেন। তবে তারা দাঁড়ানো অবস্থায় ছিলেন। এরপর পরবর্তী সালাত আদায়ের সময় হলে তিনি বললেন, তোমরা তোমাদের ইমামের অনুসরণ কর। তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। আর তিনি বসে সালাত আদায় করলে তোমরাও বসে আদায় করবে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উনত্রিশ তারিখে নেমে আসেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আপনি তো এক মাসের জন্য শপথ করেছেন? তিনি বললেন, মাস উনত্রিশেও হয়।
(বুখারী, মুসলিম, বায়হাকী ও অন্যান্য)
كتاب الإيلاء
كتاب الإيلاء

وتفسير قوله تعالى للذين يؤلون من نسائهم تربص أربعة أشهر الآيات
عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم انفكت قدمه فقعد في مشربة له، درجتها من جذوع وآلي من نسائه شهرا فأتاه أصحابه يعودونه فصلى بهم قاعدا وهم قيام فلما حضرت الصلاة الأخرى قال لهم ائتموا بإمامكم، فإذا صلى قائما فصلوا قياما وإن صلى قاعدا فصلوا قعودا، قال ونزل في تسع وعشرين، قالوا يا رسول الله إنك آليت شهرا، قال الشهر تسع وعشرون
tahqiqতাহকীক:তাহকীক চলমান