মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তালাক অধ্যায়

হাদীস নং:
তালাক অধ্যায়
অনুচ্ছেদ : হায়েয অবস্থায় এবং সহবাসের পর গর্ভ সঞ্চারের নিদর্শন প্রকাশ না পেলে পবিত্র অবস্থায় তালাক দেয়া নিষিদ্ধ।
৯। আবূ যুবায়র (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত জাবির (রা)-কে সেই ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, যে তার স্ত্রীকে হায়য অবস্থায় তালাক দিয়েছে। তিনি বললেন, আবদুল্লাহ ইবন উমর (রা) তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দিয়েছিলেন। তখন (তার পিতা) উমর (রা) রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট এসে তাকে এ বিষয়ে সংবাদ দিলেন। রাসূলুল্লাহ (ﷺ)-বললেন, সে যেন তাকে ফিরিয়ে আনে। কেননা, সে তার স্ত্রী।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। বর্ণনাকারী ইবন লাহি'আ ব্যতীত অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। হাদীসটি হাসান।)
كتاب الطلاق
باب النهي عن الطلاق في الحيض وفي الطهر بعد أن يجامعها ما لم يبن حملها
عن أبي الزبيرقال سألت جابرا عن الرجل يطلق امرأته وهي حائض فقال طلق عبد الله بن عمر امرأته وهي حائض فأتى عمر رسول الله صلى الله عليه وسلم فأخبره ذلك فقال رسول الله صلى الله عليه وسلم ليراجعها فإنها امرأته
tahqiqতাহকীক:তাহকীক চলমান