মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২২৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: আযল করার অনুমতি
২২৮। হযরত আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)কে বলল, আমার একজন দাসী আছে। আমি তার সাথে আযল করি। আর তার গর্ভবতী হওয়া অপছন্দ করি। ইহুদীরা ধারণা করে যে, এটা জীবন্ত কবর দেয়ার লঘু পদ্ধতি। তিনি বললেন, ইহুদীরা মিথ্যা বলেছে। যদি আল্লাহ কাউকে সৃষ্টি করতে চান তাহলে তুমি তাকে রোধ করতে সক্ষম হবেনা।
(আবূ দাউদ, বায়হাকী, বাযযার। হাফিয ইবন হাজার বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তিরমিযী জাবির (রা) থেকে এর সমর্থক হাদীস বর্ণনা করে বলেছেন, জাবির (রা)-এর হাদীস হাসান সহীহ।)
كتاب النكاح
باب فى الرخصة فى العزل
وعنه ايضا (6) ان رجلا قال لرسول الله صلى الله عليه وسلم ان لى امة وانا أعزل وأنى أكره ان تحمل, وان اليهود تزعم انها الموءودة الصغرى قال كذبت يهود (7) اذا أراد الله ان يخلقه لم تستطع ان ترده
tahqiqতাহকীক:তাহকীক চলমান