কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৭. শপথ ও মান্নতের বিধান

হাদীস নং: ৩২৬৮
আন্তর্জাতিক নং: ৩২৯৮
২৮২. যখন গুনাহের মান্নত ভঙ্গ করবে, তখন কাফফারা ওয়াজিব হবে।
ইকরিমাহ (রাহঃ) থেকে বর্ণিত। উকবা ইবনে ’আমির (রাঃ)-এর বোন ...... অতঃপর হিশামের হাদীসের সামর্থবোধক হাদীস বর্ণিত। বর্ণনাকারী কুরবানীর কথা উল্লেখ করেননি। এতে আরো রয়েছে: তোমার বোনকে আদেশ কর সে যেন বাহনে চড়ে যায়। আবূ দাঊদ (রাহঃ) বলেন, খালেদ (রাহঃ) এ হাদীস ইকরিমা থেকে হিশামের হাদীসের অনুরূপ অর্থে বর্ণনা করেন।
باب مَنْ رَأَى عَلَيْهِ كَفَّارَةً إِذَا كَانَ فِي مَعْصِيَةٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ أُخْتَ عُقْبَةَ بْنِ عَامِرٍ بِمَعْنَى هِشَامٍ وَلَمْ يَذْكُرِ الْهَدْيَ وَقَالَ: فِيهِ «مُرْ أُخْتَكَ فَلْتَرْكَبْ» قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ بِمَعْنَى هِشَامٍ‏.‏
tahqiqতাহকীক:
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩২৬৮ | মুসলিম বাংলা