মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৭২
বিবাহ অধ্যায়
ওলীমা প্রসঙ্গ

পরিচ্ছেদ : ওলীমার শরয়ী হুকুম, এক বা তার অধিক বকরি দিয়ে ওলীমা করা মুস্তাহাব, এবং তা ছাড়া অন্য কিছু দিয়েও করা জায়েয।
১৭২। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) আব্দুর রহমান ইবন আউফ (রা)-এর সাথে সাক্ষাৎ করলেন যখন তাঁর শরীরে খুলুকের (মিশ্র সুগন্ধি যার অধিকাংশ জাফরান) চিহ্ন ছিল। তিনি তাঁকে বললেন, তোমার ব্যাপার কি হে আব্দুর রহমান? তিনি বললেন, আমি এক আনসারী মহিলাকে বিয়ে করেছি। তিনি বললেন, তুমি তাকে কত মোহরানা দিয়েছ? তিনি বললেন, আমি তাকে পাঁচ দিরহাম সমমূল্যের স্বর্ণ দিয়েছি। নবী (ﷺ) বললেন, তুমি ওলীমা কর যদিও একটি বকরী জবেহ করে।
আনাস (রা) বলেন, আর তাঁর মৃত্যুর পর তাঁর প্রত্যেক স্ত্রীকে এক লক্ষ দীনারের উত্তরাধিকারী হতে দেখেছি।
তিনি অন্য এক বর্ণনায় উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, আল্লাহ তোমাকে বরকত দান করুন। তুমি ওলীমা কর যদিও একটি বকরী যবেহ করে।
(বুখারী, মুসলিম, মালিক, ইবন সা'দ তবকাতে)
كتاب النكاح
أبواب الوليمة

باب حكم الولية واستحبابها بالشاة فأكثر وجوازها بدونها
عن ثابت البناني (5) عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم لقي عبد الرحمن بن عوف وبه وضر (6) من خلوق فقال له مهيم (7) يا عبد الرحمن؟ قال تزوجت امرأة من الأنصار قال كم أصدقتها؟ قال وزن نواة من ذهب (8) فقال النبي صلى الله عليه وسلم أو لم (9) ولو بشاة، قال أنس لقد رأيته قسم لكل امرأة من نسائه بعد موته مائة ألف دينار (1) زاد في رواية بارك الله لك أو لم ولو بشاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান