মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: ধার্মিক এবং সৎচরিত্রের কাছে কন্যা দানে উৎসাহিতকরণ যদিও দরিদ্র ও কুৎসিৎ হয়।
২৯। সাবিত বুনানী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রা)-এর সাথে বসা ছিলাম। তাঁর কাছে তাঁর মেয়ে ছিল। আনাস (রা) বললেন, জনৈকা মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর নবী (ﷺ) আপনার কি আমাকে বিয়ে করার চাহিদা আছে? তাঁর মেয়ে বলল, তাঁর লজ্জা কতইনা কম ছিল? তিনি বললেন, সে তোমার চেয়ে উত্তম। সে রাসূলুল্লাহ (ﷺ) -এর স্ত্রী হতে আগ্রহী হয়েছিল আর নিজেকে তাঁর কাছে পেশ করেছিল।
(বুখারী, নাসাঈ, ইবন মাজাহ)
(বুখারী, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب النكاح
باب الترغيب فى التزويج من ذى الدين والخلق المرضى وإن كان فقيرا أو دميم الخلقة
عن ثابت البنانى (2) قال كنت مع انس بن مالك جالسا وعنده ابنة له، فقال أنس جاءت امرأة الى النبى صلى الله عليه وسلم فقالت يا نبى الله هل لك فيَّ حاجة؟ (3) فقالت ابنته ما كان أقل حياءها (4) فقال هى خير منك رغبت فى رسول الله صلى الله عليه وسلم فعرضت عليه نفسها