মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ১৬৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হুদুদ (শরীয়ত নির্ধারিত শাস্তিসমূহ)

পরিচ্ছেদ: শরীয়ত-নির্ধারিত শাস্তি প্রতিষ্ঠা করার প্রতি উৎসাহ দান এবং যদি তা শাসকের নিকট পেশ করা হয় তাতে সুপারিশ না করা প্রসঙ্গ।
১৬৬। ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কুরায়শের মাখযুম পরিবারের জনৈকা মহিলা আসবাব পত্র কর্জ নিত এবং তা নেয়ার কথা অস্বীকার করত। নবী (ﷺ) তার হাত কেটে দিতে নির্দেশ দিলেন।
(আবূ দাউদ, নাসাঈ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী। নাসাঈ অন্য এক বর্ণনা সূত্রে নাফি' থেকে এর সমার্থক মুরসাল হাদীস বর্ণনা করেছেন। তাতে আছে, فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِتَتُبْ هَذِهِ الْمَرْأَةُ وَتُؤَدِّي مَا عِنْدَهَا مِرَارًا فَلَمْ تَفْعَلْ فَأَمَرَ بِهَا فَقُطِعَتْ রাসূলুল্লাহ (ﷺ) একাধিকবার বললেন, এ মহিলা যেন তওবা করে এবং তার নিকট মানুষের যে সকল বস্তু আছে তা ফেরত দেয়। সে তাঁর কথা মানল না। তাই তিনি তার হাত কাটার আদেশ করলেন। আর তার হাত কাটা হল।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب الحدود

باب الحث على إقامة الحد والنهى عن الشفاعة فيه إذا بلغ الإمام
عن ابن عمر (8) قالت كانت مخزومية تستعير المتاع وتجحده فأمر النبي صلى الله عليه وسلم بقطع يدها
tahqiqতাহকীক:তাহকীক চলমান