মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৬৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হুদুদ (শরীয়ত নির্ধারিত শাস্তিসমূহ)
পরিচ্ছেদ: শরীয়ত-নির্ধারিত শাস্তি প্রতিষ্ঠা করার প্রতি উৎসাহ দান এবং যদি তা শাসকের নিকট পেশ করা হয় তাতে সুপারিশ না করা প্রসঙ্গ।
পরিচ্ছেদ: শরীয়ত-নির্ধারিত শাস্তি প্রতিষ্ঠা করার প্রতি উৎসাহ দান এবং যদি তা শাসকের নিকট পেশ করা হয় তাতে সুপারিশ না করা প্রসঙ্গ।
১৬৪। ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি কেউ আল্লাহ তা'আলার কোন হদ্দ (শরীয়ত নির্ধারিত শাস্তি)-এর প্রতিষ্ঠায় অন্তরায় সৃষ্টি করে, তবে সে আল্লাহর আদেশের বিরোধিতা করল।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ যা ভীতি প্রদর্শন সংক্রান্ত পরিচ্ছেদ সমূহের চতুর্থ পরিচ্ছেদে উদ্ধৃত হবে। আবূ দাউদ এবং হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। ইবন আবু শায়বা হাদীসটিকে অন্য এক সহীহ বর্ণনা সূত্রে আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে তাঁর মওকুফ হাদীসরূপে বর্ণনা করেছেন। আর তাবারানী আল মু'জামুল আউসাতে হাদীসটিকে আবূ হুরায়রা (রা) থেকে মারফু' হাদীসরূপে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) তাতে বলেছেন, فَقَدْ ضَادَّ اللَّهَ مُلْكَهُ তাহলে সে আল্লাহর রাজত্বে তাঁর বিরোধিতা করল।)
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ যা ভীতি প্রদর্শন সংক্রান্ত পরিচ্ছেদ সমূহের চতুর্থ পরিচ্ছেদে উদ্ধৃত হবে। আবূ দাউদ এবং হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। ইবন আবু শায়বা হাদীসটিকে অন্য এক সহীহ বর্ণনা সূত্রে আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে তাঁর মওকুফ হাদীসরূপে বর্ণনা করেছেন। আর তাবারানী আল মু'জামুল আউসাতে হাদীসটিকে আবূ হুরায়রা (রা) থেকে মারফু' হাদীসরূপে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) তাতে বলেছেন, فَقَدْ ضَادَّ اللَّهَ مُلْكَهُ তাহলে সে আল্লাহর রাজত্বে তাঁর বিরোধিতা করল।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب الحدود
باب الحث على إقامة الحد والنهى عن الشفاعة فيه إذا بلغ الإمام
باب الحث على إقامة الحد والنهى عن الشفاعة فيه إذا بلغ الإمام
عن ابن عمر (3) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حالت شفاعته دون حد من حدود الله عز وجل فقد ضاد الله فى أمره