মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৮৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : প্রাণী বা মানুষ বেঁধে রেখে হত্যা করা, বা তাকে এরূপ কোন বস্তু দ্বারা হত্যা করা যাতে তাকে কষ্ট দেয়া হয় এবং প্রাণী বা মানুষ হত্যা করে তার নাক-কান কেটে বিকৃত করা নিষেধ।
৮৯। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, মানুষের মধ্যে ঈমানদারগণই পশু হত্যার ক্ষেত্রে অধিক সদয়।
(আবূ দাউদ, ইবন মাজাহ। আহমদ আব্দুর রহমান বান্না বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهى عن قتل الحيوان أو الإنسان صبرا أو بشيء فيه تعذيب وعن التمثيل به
عن عبد الله عن النبى صلى الله عليه وسلم أنه قال أعف (وفي لفظ إن أعف) الناس قتله أهل الإيمان.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৯ | মুসলিম বাংলা