মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণকারীর প্রতি সতর্কবাণী।
১৩। ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র বহন করে সে আমাদের দলভুক্ত নয়। 
(বুখারী, মুসলিম, মালিক, নাসাঈ, আবূ দাউদ তায়ালিসী, ইবন মাজাহ)
(বুখারী, মুসলিম, মালিক, নাসাঈ, আবূ দাউদ তায়ালিসী, ইবন মাজাহ)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وعيد من حمل السلاح على المسلمين
(13) عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا