মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং:
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

পরিচ্ছেদ: মু'মিন ব্যক্তিকে হত্যা করা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি ও কঠিন সতর্কবাণী।
৮। মারছাদ ইবন আব্দুল্লাহ ইয়াযানী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) -এর জনৈক সাহাবী (রা) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে হত্যাকারী এবং হত্যার আদেশকারী সম্পর্কে জিজ্ঞাসা করা হল? তিনি বললেন, দোযখের আগুনকে সত্তরভাগে বিভক্ত করা হয়েছে। তার উনসত্তর ভাগ হত্যার আদেশকারীর জন্য এবং এক ভাগ হত্যাকারীর জন্য আর এ পরিমাণ শাস্তিই তার জন্য যথেষ্ট।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি বর্ণিত পাইনি। এর বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب القتل والجنايات وأحكام الدماء

باب التغليظ والوعيد الشديد في قتل المؤمن
(8) عن مرثد بن عبد الله (1) (يعني اليزئي) عن رجلٍ من أصحاب النبي صلى الله عليه وسلم قال سئل رسول الله صلى الله عليه وسلم عن القاتل والآمر، قال قسمت النار سبعين جزءًا فللآمر (2) تسع وتسعون وللقاتل جزء وحسبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮ | মুসলিম বাংলা