মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মু'মিন ব্যক্তিকে হত্যা করা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি ও কঠিন সতর্কবাণী।
পরিচ্ছেদ: মু'মিন ব্যক্তিকে হত্যা করা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি ও কঠিন সতর্কবাণী।
৬। সা'দ ইবন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে উপরোক্ত হাদীসের ন্যায় বর্ণনা করেন। 
(নাসাঈ, ইবন মাজাহ, আবু ইয়ালা, তাবারানী আল মু'জামুল কাবীর, আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম।)
(নাসাঈ, ইবন মাজাহ, আবু ইয়ালা, তাবারানী আল মু'জামুল কাবীর, আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب التغليظ والوعيد الشديد في قتل المؤمن
باب التغليظ والوعيد الشديد في قتل المؤمن
(6) عن سعد بن أبى وقاص عن النبى صلى الله عليه وسلم نحوه