আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫২০৭
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০৭. হযরত বাশীর ইবন আব্দুল্লাহ্ ইব্‌ন আবু আইউব আনসারী (রা)-সূত্রে তাঁর পিতার মধ্যস্থতায় পিতামহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক আনসারীকে অসুস্থ অবস্থায় দেখতে গেলেন এবং তাঁকে জড়িয়ে ধরে তার অবস্থা জানতে চাইলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর নবী। আমি সাতদিন অবধি একটি বারের জন্যও চোখ মুদি নি এবং কেউ আমার কাছে থাকে না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আমার ভাই! তুমি সবর কর, হে আমার ভাই। তুমি সবর কর। এভাবে তুমি তোমার গুণাহসমূহ থেকে বের হয়ে যাবে, যেমন তুমি তাতে প্রবেশ করেছ। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আরও বললেন, রোগ-ব্যাধির মুহূর্তগুলো পাপের মুহূর্তগুলোকে দূর করে দেয়।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5207 - وَرَوَى عَنْ بَشِيرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ : عَادَ رَسُولُ اللهِ ﷺ رَجُلاً مِنَ الْأَنْصَارِ فَأَكَب عَلَيْهِ فَسَأَلَهُ، فَقَالَ : يَا نَبِيّ اللَّهِ مَا غَمَضْتُ مُنْذُ سَبْعِ، وَلَا أَحَدٌ يَحْشُرُنِي، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ : أَيُّ أَيْنِي أصْبِرْ أَي أَخِي أصْبِر حَتَّى تُخْرَجَ مِنْ ذُنُوبِكَ كَمَا دَخَلْتُ فِيهَا ، قَالَ : وَقَالَ رَسُولُ اللهِ ﷺ سَاعَاتُ الْأَمْرَاضِ يُذْهِبْنَ سَاعَاتِ الْخَطَايَا.
رواه ابن أبي الدنيا
tahqiqতাহকীক: