আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০২৩
অধ্যায়ঃ শিষ্টাচার
অধ্যায়: শিষ্টাচার ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়।
লজ্জাশীলতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং অশ্লীলতা ও নিরর্থক কথা বলার প্রতি ভীতি প্রদর্শন
৪০২৩. হযরত মুজাম্মি ইবনে হারিসা ইবনে যায়িদ ইবনে হারিসা (রা) থেকে, তিনি তার চাচার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ লজ্জা ঈমানের অংশ। কাজেই, যার লজ্জা নেই, তার ঈমানও নেই। (আবু শায়খ ইবনে হিব্বান তাঁর সাওয়াব গ্রন্থে বর্ণনা করেন। তার সনেদ বিশর ইবনে গালিব আসাদী নামে একজন অজ্ঞাতনামা রাবী রয়েছেন।)
كتاب الأدب
كتاب الْأَدَب وَغَيره
التَّرْغِيب فِي الْحيَاء وَمَا جَاءَ فِي فَضله والترهيب من الْفُحْش وَالْبذَاء
4023 - وَعَنْ مُجَمعِ بْنِ حَارِثَةَ بْنِ زَيْدِ بْنِ حَارِثَةَ عَنْ عَمِّهِ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ : الْحَيَاءُ شُعْبَةُ مِنَ الْإِيْمَانِ ، وَلَا إِيْمَانَ لِمَنْ لَا حَيَاءَ لَهُ -
رواه أبو الشيخ ابن حبان الثواب ، وفي إسناد بشر بن غالب الأسدى مجهول -
tahqiqতাহকীক: