আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৭৭৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭৫. হযরত মু'আয ইবনে আনাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার পিতামাতার সাথে সদাচরণ করবে, তার জন্য সুসংবাদ রয়েছে, আর আল্লাহ তাকে দীর্ঘজীবি করবেন।
(আবু ই'আলা, তাবারানী, হাকিম ও ইস্পাহানী বর্ণিত। তাঁরা সবাই যাবান ইবনে ফায়িদ থেকে, তিনি সাহল ইবনে মু'আয থেকে। তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেন: হাদীসটির সনদ সহীহ্।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3775 - وَعَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من بر وَالِديهِ طُوبَى لَهُ زَاد الله فِي عمره
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَالْحَاكِم والأصبهاني كلهم من طَرِيق زبان بن فائد عَن سهل بن معَاذ عَن أَبِيه وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৭৭৫ | মুসলিম বাংলা