আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৬৫
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৬৫. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: রাসুলুল্লাহ্ (ﷺ) মদের ব্যাপারে দশ ব্যক্তির প্রতি লা'নত করেছেন। তারা হল: ১. মদ প্রস্তুতকারী, ২. পাত্রে পরিবেশনকারী ৩. পানকারী, ৪. বহনকারী, ৫. যার কাছে বহন করা হয়, ৬. যে পান করায়, ৭. বিক্রেতা, ৮. মূল্য ভোগকারী, ৯. ক্রেতা এবং ১০. যার জন্য ক্রয় করা হয়।
(ইবনে মাজা, তিরমিযী (র) নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেনঃ হাদীসটি গরীব।
[হাফিয মুনযিরী (র) বলেন): এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(ইবনে মাজা, তিরমিযী (র) নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেনঃ হাদীসটি গরীব।
[হাফিয মুনযিরী (র) বলেন): এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3565 - وَعَنْ أَنَسِ بْنِ مَالِك رَضى اللهُ عَنْهُ قَالَ : لَعَنَ رَسُولُ اللهِ ﷺ فِي الْخَمْرِ عَشْرَة :عَاصِرَهَا وَمُعْتَصِرَهَا ، وَشَارِبَهَا وَحَامِلَهَا ، وَالمَحمُولَةَ إِلَيْهِ وَسَاقِبهَا وَبَائِعَهَا وَآكِلَ ثَمَنِهَا والمُشْتَرِي لَهَا ، وَالْمُشْتَرَى لَهُ .
رواه ابن ماجه والترمذى واللفظ له ، وقال : حديث غريب -
قال الحافظ : ورواته ثقات -
رواه ابن ماجه والترمذى واللفظ له ، وقال : حديث غريب -
قال الحافظ : ورواته ثقات -