আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
হাদীস নং: ১৬৬২
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
দুই ঈদের রাতে ইবাদতের প্রতি উৎসাহ প্রদান
দুই ঈদের রাতে ইবাদতের প্রতি উৎসাহ প্রদান
১৬৬২. হযরত আবু উমামা (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন। যে ব্যক্তি ঈদের রাত্রিদ্বয়ে জাগ্রত থেকে পুণ্য লাভের আশায় ইবাদত করবে, তার অন্তর সেদিন মরবে না যেদিন অন্তরসমূহ মরে যাবে।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে রাবী বাকিয়্যা মুদাললিস এবং তিনি এটি عَنْ দ্বারা বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে রাবী বাকিয়্যা মুদাললিস এবং তিনি এটি عَنْ দ্বারা বর্ণনা করেছেন।)
كتاب الْعِيدَيْنِ
كتاب الْعِيدَيْنِ وَالْأُضْحِيَّة
التَّرْغِيب فِي إحْيَاء لَيْلَتي الْعِيدَيْنِ
التَّرْغِيب فِي إحْيَاء لَيْلَتي الْعِيدَيْنِ
1662 -عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَامَ لَيْلَتي الْعِيدَيْنِ محتسبا لم يمت قلبه يَوْم تَمُوت الْقُلُوب
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات إِلَّا أَن بَقِيَّة مُدَلّس وَقد عنعنه
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات إِلَّا أَن بَقِيَّة مُدَلّس وَقد عنعنه