আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৯৮
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
৯৯৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু নবী (সা) আমাকে তিনটি বিষয়ে উপদেশ দিয়েছেন। তা হলো। ১. প্রত্যেক মাসে তিনদিন সিয়াম পালন করার, ২. চাশতের দুই রাক'আত সালাত আদায় করার এবং ৩. নিদ্রা যাওয়ার আগে আমি যেন বিতরের সালাত আদায় করে নিই।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়মা নিজ শব্দযোগে বর্ণনা করেন: আমার বন্ধু (সা) আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন, তা যেন আমি কখনো ছেড়ে না দেই। তা হলোঃ ১. বিতর সালাত আদায় না করে যেন ঘুমিয়ে না পড়ি, ২. চাশতের দুই রাক'আত সালাত যেন ছেড়ে না দেই। কেননা তা আওয়াবীন সালাত এবং ৩. প্রত্যেক মাসে যেন তিন দিন সিয়াম পালন করি।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়মা নিজ শব্দযোগে বর্ণনা করেন: আমার বন্ধু (সা) আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন, তা যেন আমি কখনো ছেড়ে না দেই। তা হলোঃ ১. বিতর সালাত আদায় না করে যেন ঘুমিয়ে না পড়ি, ২. চাশতের দুই রাক'আত সালাত যেন ছেড়ে না দেই। কেননা তা আওয়াবীন সালাত এবং ৩. প্রত্যেক মাসে যেন তিন দিন সিয়াম পালন করি।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
999 عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي خليلي صلى الله عَلَيْهِ وَسلم بصيام ثَلَاثَة أَيَّام من كل شهر وركعتي الضُّحَى وَأَن أوتر قبل أَن أرقد
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَرَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ نَحوه وَابْن خُزَيْمَة وَلَفظه قَالَ أَوْصَانِي خليلي صلى الله عَلَيْهِ وَسلم بِثَلَاث لست بتاركهن أَن لَا أَنَام إِلَّا على وتر وَأَن لَا أدع رَكْعَتي الضُّحَى فَإِنَّهَا صَلَاة الْأَوَّابِينَ وَصِيَام ثَلَاثَة أَيَّام من كل شهر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَرَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ نَحوه وَابْن خُزَيْمَة وَلَفظه قَالَ أَوْصَانِي خليلي صلى الله عَلَيْهِ وَسلم بِثَلَاث لست بتاركهن أَن لَا أَنَام إِلَّا على وتر وَأَن لَا أدع رَكْعَتي الضُّحَى فَإِنَّهَا صَلَاة الْأَوَّابِينَ وَصِيَام ثَلَاثَة أَيَّام من كل شهر