আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং:
ইখলাস (নিষ্ঠা), সত্যবাদিতা ও সদিচ্ছার প্রতি উৎসাহ দান
৬. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী করীম (সা) থেকে বর্ণিত। তিনি বিদায় হজ্জের ভাষণে বলেছেনঃ আল্লাহ্ তা'আলা ঐ ব্যক্তির চেহারা সজীব করুন যে আমার বাণী শুনে তা সংরক্ষণ করেছে। জ্ঞানের অনেক বাহক আছে প্রকৃতপক্ষে তারা ব্যুৎপত্তিসম্পন্ন নয়। তিনটি ব্যাপারে মুমিন ব্যক্তির অন্তরে খিয়ানত স্থান পায় না : (১) আল্লাহর জন্য একনিষ্ঠ আমল, (২) মুসলিম নেতৃবৃন্দের কল্যাণ কামনা করা এবং (৩) মুসলিম জামা'আতভুক্ত হয়ে থাকা। কেননা তাদের দু'আ তাদের পিছনের লোকদের পরিবেষ্টন করে আছে।
(বাযযার হাসান সনদে হাদীসখানা বর্ণনা করেছেন। হযরত যায়দ ইব্ন সাবিত (রা) থেকে ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থেও এ হাদীসখানা স্থান দিয়েছেন। সামনে এই হাদীসের বর্ণনা আসবে ইনশা আল্লাহ্।
[হাফিয আবদুল আযীম (র) বলেনঃ] হযরত ইব্ন মাসউদ, মু'আয ইব্‌ন জাবাল, নু'মান ইব্‌ন বশীর, জুবায়র ইব্ন মুত'ইম, আবু দারদা, আবু কুরসাফা ও জুনদারা ইব্‌ন খায়শানা (রা) প্রমুখ সাহাবা হতে অত্র হাদীসখানা বর্ণিত আছে। তাঁদের কারো কারো সনদ সহীহ্।)
التَّرْغِيب فِي الْإِخْلَاص والصدق وَالنِّيَّة الصَّالِحَة
وَعَن أبي سعيد الْخُدْرِيّ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ فِي حجَّة الْوَدَاع نضر الله امْرأ سمع مَقَالَتي فوعاها فَرب حَامِل فقه لَيْسَ بفقيه
ثَلَاث لَا يغل عَلَيْهِنَّ قلب امرىء مُؤمن إخلاص الْعَمَل لله والمناصحة لائمة الْمُسلمين وَلُزُوم جَمَاعَتهمْ فَإِن دعاءهم مُحِيط من ورائهم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من حَدِيث زيد بن ثَابت وَيَأْتِي فِي سَماع الحَدِيث إِن شَاءَ الله تَعَالَى
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم وَقد رُوِيَ هَذَا الحَدِيث أَيْضا عَن ابْن مَسْعُود ومعاذ بن جبل والنعمان بن بشير وَجبير بن مطعم وَأبي الدَّرْدَاء وَأبي قرصافة جندرة بن خيشنة وَغَيرهم من الصَّحَابَة رَضِي الله عَنْهُم
وَبَعض أسانيدهم صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬ | মুসলিম বাংলা