আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৫৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে প্রবেশ ইত্যাদির বর্ণনা
৫৬৫৫. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, সেই সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, নিশ্চয় জান্নাতের দরজার পাটসমূহ থেকে দুটি পাটের মধ্যবর্তী স্থান হবে মক্কা ও হজর এবং হজর ও মক্কার মধ্যবর্তী স্থানের সমান।
(বুখারী ও মুসলিম অপর এক হাসীদের অনুসঙ্গে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাও সাংক্ষিপ্তাকারে এ হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি বলেন, মক্কা ও হজরের মধ্যবর্তী স্থানের সমান, অথবা মক্কা ও বুসরার মধ্যবর্তী স্থানের সমান।)
(বুখারী ও মুসলিম অপর এক হাসীদের অনুসঙ্গে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাও সাংক্ষিপ্তাকারে এ হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি বলেন, মক্কা ও হজরের মধ্যবর্তী স্থানের সমান, অথবা মক্কা ও বুসরার মধ্যবর্তী স্থানের সমান।)
كتاب صفة الجنة والنار
فصل فِي صفة دُخُول أهل الْجنَّة الْجنَّة وَغير ذَلِك
5655- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ إِن مَا بَين مصراعين من مصاريع الْجنَّة لَكمَا بَين مَكَّة وهجر وهجر وَمَكَّة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث وَابْن مَاجَه مُخْتَصرا إِلَّا أَنه قَالَ لَكمَا بَين مَكَّة وهجر أَو كَمَا بَين مَكَّة وَبصرى
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم فِي حَدِيث وَابْن مَاجَه مُخْتَصرا إِلَّا أَنه قَالَ لَكمَا بَين مَكَّة وهجر أَو كَمَا بَين مَكَّة وَبصرى