আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৩৭
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ আযাবের ক্ষেত্রে জাহান্নামীদের ব্যবধান ও তাদের মধ্যে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত ব্যক্তির বর্ণনা
৫৬৩৭. হযরত নু'মান ইবন বাশীর (রা) এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত লোক হবে এমন ব্যক্তি, যার পদযুগলের তলায় থাকবে দু'টো জ্বলন্ত অঙ্গার সে অঙ্গার দু'টির কারণে তার মগজ এভাবে টগবগ করে ফুটবে, যেমন আমার পাতিলে পানি ফুটে।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিম বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরূপঃ "জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত ব্যক্তি হবে সেই লোক, যার আগুনের দু'টি পাদুকা ও দু'টি ফিতা থাকবে। এ দুটির কারণে তার মগজ এভাবে টগবগ করে ফুটবে, যেমন পাতিল (ইত্যাদিতে পানি) ফুটে। কেউ তার চেয়ে ভীষণ যাবপ্রাপ্ত বলে মনে হবে না। অথচ সে ব্যক্তিই হবে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত।")
كتاب صفة الجنة والنار
فصل فِي تفاوتهم فِي الْعَذَاب وَذكر أهونهم عذَابا
5637- عَن النُّعْمَان بن بشير رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن أَهْون أهل النَّار عذَابا رجل فِي أَخْمص قَدَمَيْهِ جمرتان يغلي مِنْهُمَا دماغه كَمَا يغلي الْمرجل بالقمقم

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَلَفظه إِن أَهْون أهل النَّار عذَابا من لَهُ نَعْلَانِ وشراكان من نَار يغلي مِنْهُمَا دماغه كَمَا يغلي الْمرجل مَا يرى أَن أحدا أَشد مِنْهُ عذَابا وَإنَّهُ لأهونهم عذَابا

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে জাহান্নামবাসী বলে কাফেরদেরকে বোঝানো হয়েছে, যারা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে। যেসকল মুমিন পাপকর্মের দরুন জাহান্নামে যাবে, তারা এর অন্তর্ভুক্ত নয়। কারণ একটা কাল পর্যন্ত তারা জাহান্নামে থাকলেও পরে আল্লাহ তাআলার মেহেরবানীতে তারা মুক্তি পাবে এবং তারপর স্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। তাই তাদেরকে সাধারণভাবে জাহান্নামবাসী বলা যায় না।

এ হাদীছে জাহান্নামের সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে জানানো হয়েছে যে, তার দু'পায়ের তলদেশে জ্বলন্ত কয়লা রেখে দেওয়া হবে, যার তাপে তার মাথার মগজ টগবগ করে ফুটবে। এই যদি হয় লঘু শাস্তির অবস্থা, তাহলে কঠিন শাস্তি কেমন হবে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। অপর এক হাদীছে আছে أهون أهل النار عذابا أبو طالب، وهو منتعل بنعلين، يغلي منهما دماغه ‘জাহান্নামবাসীর মধ্যে সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্ত হবে আবূ তালিব। তাকে দুটি চটি পরিয়ে দেওয়া হবে, যার তাপে তার মাথার মগজ ফুটতে থাকবে।৩৬১
আরেক হাদীছে আছে-

إن أهون أهل النار عذابا: من له بغلان وشراكان من نار، يغلي منهما دماغه كما يغلي المرجل، ما يرى أن أحدا أشد منه عذابا، وإنه لأهونهم عذابا

‘জাহান্নামবাসীদের মধ্যে সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্ত হবে ওই ব্যক্তি, যাকে আগুনের দুটি চটি পরানো হবে, যার ফিতাও হবে আগুনের। তাতে তার মাথার মগজ ডেকচির মত উথলাতে থাকবে। তার ধারণামতে সেই সর্বাপেক্ষা কঠিন শাস্তিপ্রাপ্ত। অথচ তার শাস্তি হবে সর্বাপেক্ষা লঘু।৩৬২

এসব বর্ণনা দ্বারা বোঝা যায়, জাহান্নামে সর্বাপেক্ষা লঘু শাস্তিপ্রাপ্তদের মধ্যে একাধিক ব্যক্তি থাকবে। আমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারাও জানা যায়, জাহান্নামের শাস্তি বাস্তব শারীরিক শাস্তিও বটে, কেবল মানসিক শাস্তি নয়।

খ. আরও জানা যায়, পাপের মাত্রাভেদে জাহান্নামের শাস্তিও হবে বিভিন্ন মাত্রার।

৩৬১. সহীহ মুসলিম, হাদীছ নং ২১২; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২৬৩৬; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীছ নং ৩৪১৩৫

৩৬২. সহীহ মুসলিম, হাদীছ নং ২১৩; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীছ নং ৩৪১৩২
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৩৭ | মুসলিম বাংলা