আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৩৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের দেহাকৃতি বড় হওয়া ও তাদের কুৎসিত হওয়ার বর্ণনা
৫৬৩৫. হযরত আবু সাঈদ (রা) -এ সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, সেখানে (وَهُمْ فِيهَا كَالِحُونَ) (জাহান্নামে) বিকৃত চেহারা বিশিষ্ট হবে" (২৩: ১০৪) তিনি বলেন, জাহান্নামের আগুন তাদের চেহারা জলসিয়ে দেবে। ফলে তার উপরের ঠোঁট সংকুচিত হয়ে তার মধ্যমাথা পর্যন্ত পৌছে যাবে এবং তার নিচের ঠোঁট ফুলে তার নাভিতে গিয়ে পড়বে।
(আহমাদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ গরীব। হাকিম এ হাদীস বর্ননা করে বলেন, এর সনদ সহীহ্।)
হাফিয আব্দুল আযীম (র) বলেনঃ], হাদীসে বর্ণিত হয়েছে যে, জাহান্নামের মধ্যে যেভাবে কাফিরদের দেহ বিশাল হবে, তেমনিভাবে এ উম্মতের থেকে কিছু লোকের দেহ ও বিশাল হবে। ইবন মাজাহ, ও বায়হাকী প্রমুখ আব্দুল্লাহ ইবন কায়স (রা)-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করে বলেন, আমি এক রাত্রে আবু বুরদা (রা) -এর কাছে ছিলাম। তখন হারিস ইবন উকায়ল (রা) আমাদের কাছে এলেন এবং সেই রাত্রে হারিস (রা) আমাদেরকে বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন লোক রয়েছে, যার সুপারিশে মুদার গোত্রের চেয়ে অধিক লোক জান্নাতে প্রবেশ করবে এবং আমার উম্মতের মধ্যে এমন লোক রয়েছে যার দেহ জাহান্নামে পোড়ার জন্য বিশালকার হবে। ফলে তার দেহ হবে জাহান্নামের একটি কোণ সমান (বিশাল)। হাদীসটি উল্লিখিত ভাষা ইবন মাজাহ বর্ণিত। এর সনদ উৎকৃষ্ট। হাকিম (র) বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। "যার তিন জন সন্তান মৃত্যুবরণ করেছে এ প্রসঙ্গে এ হাদীস পূর্বে বর্ণিত হয়েছে, আহমাদ ও উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেন, "আব্দুল্লাহ ইবন উকায়শ (রা)-কে বর্ণনা করতে শুনেছি যে, আবু বারযা (রা) বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বর্ণনা করতে শুনেছি, এ বলে তিনি হাদীসটি বর্ণনা করেন। আমার 'আসল'-এ এরূপ রয়েছে। আমার মতে এটা বিকৃত। সঠিক হল, আমি হারিস ইবন উকায়ল (রা)-কে আবূ বুরদা (রা) -এর কাছে বর্ণনা করতে শুনেছি। ইবন মাজায় এরূপই বর্ণিত হয়েছে। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।)
(আহমাদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ গরীব। হাকিম এ হাদীস বর্ননা করে বলেন, এর সনদ সহীহ্।)
হাফিয আব্দুল আযীম (র) বলেনঃ], হাদীসে বর্ণিত হয়েছে যে, জাহান্নামের মধ্যে যেভাবে কাফিরদের দেহ বিশাল হবে, তেমনিভাবে এ উম্মতের থেকে কিছু লোকের দেহ ও বিশাল হবে। ইবন মাজাহ, ও বায়হাকী প্রমুখ আব্দুল্লাহ ইবন কায়স (রা)-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করে বলেন, আমি এক রাত্রে আবু বুরদা (রা) -এর কাছে ছিলাম। তখন হারিস ইবন উকায়ল (রা) আমাদের কাছে এলেন এবং সেই রাত্রে হারিস (রা) আমাদেরকে বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন লোক রয়েছে, যার সুপারিশে মুদার গোত্রের চেয়ে অধিক লোক জান্নাতে প্রবেশ করবে এবং আমার উম্মতের মধ্যে এমন লোক রয়েছে যার দেহ জাহান্নামে পোড়ার জন্য বিশালকার হবে। ফলে তার দেহ হবে জাহান্নামের একটি কোণ সমান (বিশাল)। হাদীসটি উল্লিখিত ভাষা ইবন মাজাহ বর্ণিত। এর সনদ উৎকৃষ্ট। হাকিম (র) বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। "যার তিন জন সন্তান মৃত্যুবরণ করেছে এ প্রসঙ্গে এ হাদীস পূর্বে বর্ণিত হয়েছে, আহমাদ ও উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেন, "আব্দুল্লাহ ইবন উকায়শ (রা)-কে বর্ণনা করতে শুনেছি যে, আবু বারযা (রা) বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বর্ণনা করতে শুনেছি, এ বলে তিনি হাদীসটি বর্ণনা করেন। আমার 'আসল'-এ এরূপ রয়েছে। আমার মতে এটা বিকৃত। সঠিক হল, আমি হারিস ইবন উকায়ল (রা)-কে আবূ বুরদা (রা) -এর কাছে বর্ণনা করতে শুনেছি। ইবন মাজায় এরূপই বর্ণিত হয়েছে। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।)
كتاب صفة الجنة والنار
فصل فِي عظم أهل النَّار وقبحهم فِيهَا
5635- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وهم فِيهَا كَالِحُونَ الْمُؤْمِنُونَ 401 قَالَ تَشْوِيه النَّار فتقلص شفته الْعليا حَتَّى تبلغ وسط رَأسه وَتَسْتَرْخِي شفته السُّفْلى حَتَّى تضرب سرته
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم وَقد ورد أَن من هَذِه الْأمة من يعظم فِي النَّار كَمَا يعظم فِيهَا الْكفَّار فروى ابْن مَاجَه وَالْحَاكِم وَغَيرهمَا من حَدِيث عبد الله بن قيس قَالَ كنت عِنْد أبي بردة ذَات لَيْلَة فَدخل علينا الْحَارِث بن أقيش رَضِي الله عَنهُ فحدثنا الْحَارِث ليلتئذ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن من أمتِي من يدْخل الْجنَّة بِشَفَاعَتِهِ أَكثر من مُضر وَإِن من أمتِي من يعظم للنار حَتَّى يكون أحد زواياها
اللَّفْظ لِابْنِ مَاجَه وَإِسْنَاده جيد وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم وَتقدم لَفظه فِيمَن مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد وَرَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد أَيْضا إِلَّا أَنه قَالَ عَن عبد الله بن قيس قَالَ سَمِعت الْحَارِث بن أقيش يحدث أَن أَبَا بَرزَة قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول
فَذكره كَذَا فِي أُصَلِّي وَأرَاهُ تصحيفا وَصَوَابه سَمِعت الْحَارِث بن أقيش يحدث أَبَا بردة كَمَا فِي ابْن مَاجَه وَالله أعلم
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم وَقد ورد أَن من هَذِه الْأمة من يعظم فِي النَّار كَمَا يعظم فِيهَا الْكفَّار فروى ابْن مَاجَه وَالْحَاكِم وَغَيرهمَا من حَدِيث عبد الله بن قيس قَالَ كنت عِنْد أبي بردة ذَات لَيْلَة فَدخل علينا الْحَارِث بن أقيش رَضِي الله عَنهُ فحدثنا الْحَارِث ليلتئذ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن من أمتِي من يدْخل الْجنَّة بِشَفَاعَتِهِ أَكثر من مُضر وَإِن من أمتِي من يعظم للنار حَتَّى يكون أحد زواياها
اللَّفْظ لِابْنِ مَاجَه وَإِسْنَاده جيد وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم وَتقدم لَفظه فِيمَن مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد وَرَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد أَيْضا إِلَّا أَنه قَالَ عَن عبد الله بن قيس قَالَ سَمِعت الْحَارِث بن أقيش يحدث أَن أَبَا بَرزَة قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول
فَذكره كَذَا فِي أُصَلِّي وَأرَاهُ تصحيفا وَصَوَابه سَمِعت الْحَارِث بن أقيش يحدث أَبَا بردة كَمَا فِي ابْن مَاجَه وَالله أعلم