আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৭২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৭২. হযরত আনাস ইবন মালিক (রা) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি জিবরীলকে জিজ্ঞেস করলেন, মীকাঈলকে যে কখনও হাসতে দেখিনা। ব্যাপার কি? তিনি বললেন, জাহান্নাম সৃষ্টি হওয়ার পর থেকে মীকাঈল হাসেন নি।
(আহমাদ ইসমাঈল ইব্ন আয়্যাশ-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। এর অবশিষ্ট রাবীগণ নির্ভরযোগ্য।)
(আহমাদ ইসমাঈল ইব্ন আয়্যাশ-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। এর অবশিষ্ট রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب صفة الجنة والنار
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5572- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ لجبريل مَا لي لَا أرى مِيكَائِيل ضَاحِكا قطّ قَالَ مَا ضحك مِيكَائِيل مُنْذُ خلقت النَّار
رَوَاهُ أَحْمد من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش وَبَقِيَّة رُوَاته ثِقَات
رَوَاهُ أَحْمد من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش وَبَقِيَّة رُوَاته ثِقَات