আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৫৫
অধ্যায়: জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জান্নাত প্রার্থনা করা ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৫৫৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার
ভ্রাম্যমান কিছু ফিরিশতা রয়েছে, তারা যিকিরের মজলিস খোঁজ করে...... অতঃপর হাদীসটি বর্ণিত হয়েছে। এক পর্যায়ে তিনি বলেন, আল্লাহ্ তা'আলা ভালভাবে জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে আসলে হে? তারা বলে, আমরা আপনার কিছু বান্দার কাছ থেকে এসেছি, তারা আপনার তাসবীহ্ পাঠ করে, আপনার মাহাত্ম বর্ণনা করে, লা-ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আপনার প্রশংসা করে এবং আপনার কাছে প্রার্থনা করে। তিনি জিজ্ঞেস করেন, তারা আমার কাছে কি প্রার্থনা করে? তারা বলে, তারা আপনার কাছে জান্নাত প্রার্থনা করে। তিনি জিজ্ঞেস করেন, তারা কি আমার জান্নাত দেখেছে? তারা বলে, জ্বী না, প্রভু। তিনি জিজ্ঞেস করেন, যদি তারা আমার জান্নাত দেখত, তবে কেমন হত?
তারা বলে, তারা আপনার কাছে আশ্রয় কামনা করে। তিনি জিজ্ঞেস করেন, তারা কিসের থেকে আশ্রয় প্রার্থনা করে, তারা বলে, আমাদের রব। আপনার জাহান্নাম থেকে। তিনি জিজ্ঞেস করেন, তারা কি আমার জাহান্নাম কখনো দেখেছে? তারা বলে জ্বী, না। তিনি জিজ্ঞেস করেন, যদি তারা জাহান্নাম দেখত, তবে কেমন হত? তারা বলেন, তারা আপনার কাছে মাগফিরাত প্রার্থনা করে। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা বলবেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তারা যা চেয়েছে, তা তাদেরকে দান করলাম এবং তারা যা থেকে আশ্রয় প্রার্থনা করেছে তা থেকে তাদেরকে আশ্রয় দিলাম।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ মুসলিম বর্ণিত। যিকির অধ্যায়ে সম্পূর্ণ হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب صفة الْجنَّة وَالنَّار
التَّرْغِيب فِي سُؤال الْجنَّة والاستعاذة من النَّار
5555- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله مَلَائِكَة سيارة يتبعُون مجَالِس الذّكر فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ فيسألهم الله عز وَجل وَهُوَ أعلم من أَيْن جئْتُمْ فَيَقُولُونَ جِئْنَا من عِنْد عباد لَك يسبحونك ويكبرونك ويهللونك ويحمدونك ويسألونك
قَالَ فَمَا يَسْأَلُونِي قَالُوا يَسْأَلُونَك جنتك قَالَ وَهل رَأَوْا جنتي قَالُوا لَا أَي رب قَالَ فَكيف لَو رَأَوْا جنتي قَالُوا ويستجيرونك
قَالَ وَمِمَّا يستجيروني قَالُوا من نارك يَا رب
قَالَ وَهل رَأَوْا نَارِي قَالُوا لَا
قَالَ فَكيف لَو رَأَوْا نَارِي
قَالُوا ويستغفرونك قَالَ فَيَقُول قد غفرت لَهُم وأعطيتهم مَا سَأَلُوا وأجرتهم مِمَّا استجاروا
الحَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ وَتقدم بِتَمَامِهِ فِي الذّكر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৫৫ | মুসলিম বাংলা