আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৭১
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৭১. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি يَوْمَ يَقُوْمُ النَّاسِ لرب العالمين ["যেদিন মানুষ সমগ্র জগতের রবের সম্মুখে দণ্ডায়মান হবে।" (৮৩ঃ ৬) প্রসঙ্গে বলেন, পঞ্চাশ হাজার বছরের সমান একটি দিনের অর্ধেকের পরিমাণ দাঁড়িয়ে থাকবে। এটা মু'মিনের জন্য সূর্য ডুবে যাওয়ার উপক্রম হয়ে ডুবে যাওয়া পর্যন্ত সময়ের মত সহজ হবে।
(আবু ইয়া'লা সহীহ্ সনদে ও ইবন হিব্বান তাঁর 'সহীহ্' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু ইয়া'লা সহীহ্ সনদে ও ইবন হিব্বান তাঁর 'সহীহ্' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5471- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَوْم يقوم النَّاس لرب الْعَالمين المطففين 6 مِقْدَار نصف يَوْم من خمسين ألف سنة فيهون ذَلِك على الْمُؤمن كتدلي الشَّمْس للغروب إِلَى أَن تغرب
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد صَحِيح وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد صَحِيح وَابْن حبَان فِي صَحِيحه