আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৫৭
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৫৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ্। আল্লাহ তা'আলা বলেছেন, الَّذِينَ يُحْشَرُونَ عَلَى وُجُوهِهِمْ إِلَى جَهَنَّم যাদেরকে মুখের উপর ভর করিয়ে জাহান্নামের দিকে সমবেত করা হবে (২৫: ৩৪) কাফিরদের কি মুখের উপর ভর করে হাশর হবে? রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যিনি তাকে দুনিয়াতে দু'পায়ে হাঁটিয়েছেন, তিনি কি তাকে চেহারা দ্বারা হাঁটতে সক্ষম নন? কাতাদার কাছে যখন হাদীসটি পৌছল, তখন তিনি বললেন, হ্যাঁ। (অবশ্যই তিনি সক্ষম)। আমাদের প্রতিপালকের সম্মানের কসম।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5457- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رجلا قَالَ يَا رَسُول الله قَالَ الله على وَجهه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ على الرجلَيْن فِي الدُّنْيَا قَادر على أَن يمْشِيه على وَجهه قَالَ قَتَادَة حِين بلغه بلَى وَعزة رَبنَا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৫৭ | মুসলিম বাংলা