আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৫৫
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
পরিচ্ছেদ: হাশর ইত্যাদির বর্ণনা
৫৪৫৫. হযরত হাসান ইবন আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন খালি পায়ে ও উলঙ্গ অবস্থায় মানুষের হাশর হবে। এক মহিলা জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। আমাদের একে অপরের দিকে কিভাবে তাকাবে। তিনি বললেন, নিশ্চয় চক্ষুগুলো হতচকিত হয়ে থাকবে। এসময় তিনি আকাশের দিকে দৃষ্টি তুললেন। মহিলাটি বলল, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহর কাছে দু'আ করুন, যেন তিনি আমার লজ্জাস্থান আবৃত রাখেন। তিনি বললেন, হে আল্লাহ্। তুমি তার লজ্জাস্থান আবৃত রাখ।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে সাঈদ ইবন মারযুবান নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন। তবে তার প্রতি আস্থাও ব্যক্ত করা হয়েছে।)
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে সাঈদ ইবন মারযুবান নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন। তবে তার প্রতি আস্থাও ব্যক্ত করা হয়েছে।)
كتاب البعث
فصل فِي الْحَشْر وَغَيره
5455- وَعَن الْحسن بن عَليّ رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يحْشر النَّاس يَوْم الْقِيَامَة حُفَاة عُرَاة فَقَالَت امْرَأَة يَا رَسُول الله فَكيف يرى بَعْضنَا بَعْضًا فَقَالَ إِن الْأَبْصَار شاخصة فَرفع بَصَره إِلَى السَّمَاء فَقَالَت يَا رَسُول الله ادْع الله أَن يستر عورتي قَالَ اللَّهُمَّ اسْتُرْ عورتها
رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِيه سعيد بن الْمَرْزُبَان وَقد وثق
رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِيه سعيد بن الْمَرْزُبَان وَقد وثق