আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৪০৮
অধ্যায়ঃ জানাযা
পুরুষদেরকে কবর যিয়ারতের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মহিলাদেরকে কবর যিয়ারত ও জানাযার পেছনে যাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৫৪০৮. হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলল্লাহ (ﷺ) বলেছেন, তুমি কবর যিয়ারত কর এর দ্বারা তোমার আখিরাতের কথা স্মরণ করবে। তুমি মৃতদেরকে গোসল দেবে। কেননা প্রাণহীন দেহেও পর্যবেক্ষণ একটি কার্যকরী উপদেশ। তুমি জানাযার সালাত আদায় করবে। হয়ত এটা তোমার মধ্যে চিন্তার উদ্রেক করবে। কেননা, চিন্তাশীল ব্যক্তি আল্লাহর (রহমতের) ছায়ায় থাকে, সে সর্বপ্রকার কল্যাণ লাভ করে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন, এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। হাদীসটি কিছু পূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي زِيَارَة الرِّجَال الْقُبُور والترهيب من زِيَارَة النِّسَاء واتباعهن الْجَنَائِز
5411- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زر الْقُبُور تذكر بهَا الْآخِرَة واغسل الْمَوْتَى فَإِن معالجة جَسَد خاو موعظة بليغة وصل على الْجَنَائِز لَعَلَّ ذَلِك أَن يحزنك فَإِن الحزين فِي ظلّ الله يتَعَرَّض كل خير

رَوَاهُ الْحَاكِم وَقَالَ رُوَاته ثِقَات وَتقدم قَرِيبا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪০৮ | মুসলিম বাংলা