আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৩৯৬
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৬. হযরত আবু বুরদা থেকে বর্ণিত। তিনি বলেন, আবু মুসা আশ'আরী (রা) ব্যাথায় আক্রান্ত হলেন। তখন তাঁর পরিবারের এক মহিলার কোলে তাঁর মাথা ছিল। মহিলাটি চিৎকার করে কাঁদতে লাগল। কিন্তু তিনি মহিলাটিকে ধারণ করতে সক্ষম হলেন না। যখন তিনি সুস্থ হলেন তখন বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যাতে অসন্তুষ্ট হয়েছেন, আমিও তাতে অসন্তুষ্ট। নিশ্চয় রাসূলুল্লাহ্ (ﷺ) উচ্চস্বরে ক্রন্দনকারিনী নারী, বিপদে মস্তকমুণ্ডিত্য নারী ও যন্ত্র ছিন্নকারিনী নারীর উপর অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে নাসাঈ বলেন: "আমি তোমাদের কাছে তেমনি অসন্তুষ্ট প্রকাশ করছি, যেমন রাসূলুল্লাহ (তিনি বলেছেন) যে (মাথা) মুণ্ডায়, বস্তু ছিড়ে ফেলে এবং চিৎকার করে ক্রন্দন করে সে আমাদের কেউ নয়।)
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে নাসাঈ বলেন: "আমি তোমাদের কাছে তেমনি অসন্তুষ্ট প্রকাশ করছি, যেমন রাসূলুল্লাহ (তিনি বলেছেন) যে (মাথা) মুণ্ডায়, বস্তু ছিড়ে ফেলে এবং চিৎকার করে ক্রন্দন করে সে আমাদের কেউ নয়।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5399- وَعَن أبي بردة قَالَ وجع أَبُو مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ وَرَأسه فِي حجر امْرَأَة من أَهله فَأَقْبَلت تصيح برنة فَلم يسْتَطع أَن يرد عَلَيْهَا شَيْئا فَلَمَّا أَفَاق قَالَ أَنا بَرِيء مِمَّن برىء مِنْهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم برىء من الصالقة والحالقة والشاقة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه وَالنَّسَائِيّ إِلَّا أَنه قَالَ أَبْرَأ إِلَيْكُم كَمَا برىء رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ منا من حلق وَلَا خرق وَلَا صلق
الصالقة الَّتِي ترفع صَوتهَا بالندب والنياحة
والحالقة الَّتِي تحلق رَأسهَا عِنْد الْمُصِيبَة
والشاقة الَّتِي تشق ثوبها
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه وَالنَّسَائِيّ إِلَّا أَنه قَالَ أَبْرَأ إِلَيْكُم كَمَا برىء رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ منا من حلق وَلَا خرق وَلَا صلق
الصالقة الَّتِي ترفع صَوتهَا بالندب والنياحة
والحالقة الَّتِي تحلق رَأسهَا عِنْد الْمُصِيبَة
والشاقة الَّتِي تشق ثوبها