আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৮১
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮১. তাঁরই সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। যখন ক্রন্দনকাররিণী বলে, ওহে (সাহায্যের বাহু। ওহে (বিপদাপদ) প্রতিহতকারী, ওহে সাহায্যকারী। ওহে বস্ত্রদানকারী! তখন মৃত ব্যক্তিকে সজোরে হোঁচট দিয়ে জিজ্ঞেস করা হয়, তুমি কি সত্যি তার সাহায্যকারী হে? তুমি কি সত্যি তার বস্ত্রদানকারী ওহে?
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ্।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5384- وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْمَيِّت ليعذب ببكاء الْحَيّ إِذا قَالَت واعضداه وامانعاه واناصراه واكاسياه جبذ الْمَيِّت فَقيل أناصرها أَنْت أكاسيها أَنْت رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৩৮১ | মুসলিম বাংলা