আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫২১৮
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১৮. আহমাদের এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দা যখন কোন ইবাদতে মশগুল থাকে তারপর সে অসুস্থ হয়ে পড়ে তখন তার উপর নিযুক্ত ফিরিশতাকে বলা হয়, যখন সে সুস্থ ছিল তখন সে যেরূপ আমল করত, তার জন্য তদ্রূপ আমল লিপিবদ্ধ কর, যে পর্যন্ত আমি তাকে সুস্থ করে দেই অথবা তাকে আমার কাছে তুলে নিই।
(হাদীসটির সনদ হাসান।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5218- وَفِي رِوَايَة لِأَحْمَد قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن العَبْد إِذا كَانَ على طَريقَة حَسَنَة من الْعِبَادَة ثمَّ مرض قيل للْملك الْمُوكل بِهِ اكْتُبْ لَهُ مثل عمله إِذا كَانَ طليقا حَتَّى أطلقهُ أَو أكفته إِلَيّ
وَإِسْنَاده حسن
قَوْله أكفته إِلَيّ بكاف ثمَّ فَاء ثمَّ تَاء مثناة فَوق مَعْنَاهُ أضمه إِلَيّ وأقبضه
tahqiqতাহকীক:তাহকীক চলমান