আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫২১১
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২১১. হযরত আয়েশা (রা) থেকেই বর্ণিত। নবী (ﷺ) বলেন, যখন মু'মিন বান্দা ব্যাধিগ্রস্ত হয় তখন আল্লাহ্ তা'আলা তাকে গুণাহসমূহ থেকে এভাবে নির্মূল করেন, যেমন হাপর লোহার মরচে দূর করে দেয়।
(ইবন আবুদ-দুনিয়া, তবারানী ও ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ'-এ কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা তবারানী বর্ণিত।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5211- وَعَن عَائِشَة أَيْضا رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا اشْتَكَى العَبْد الْمُؤمن أخلصه الله من الذُّنُوب كَمَا يخلص الْكِير خبث الْحَدِيد

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান