আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫২০৩
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০৩. মুসলিমের আরেক রিওয়ায়েতে আছে, তিনি বলেন, কুরায়শের কিছু যুবক আয়েশা (রা)-এর কাছে গেল, তখন তিনি মিনায় ছিলেন এবং তারা তখন হাসছিল। আয়েশা (রা) জিজ্ঞেস করলেন, তোমরা হাসছ কেন? তারা বলল, অমুক ব্যক্তি তা'বুর রশিতে হোঁচট খেয়ে পড়ে গেছে। ফলে তার ঘাড় ভেঙ্গে যাওয়ার অথবা চক্ষু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তখন আয়েশা (রা) বললেন, তোমরা হেসো না। কেননা, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে মুসলমানের শরীরেই কোন কাঁটা বিঁধে অথবা তার চেয়ে তুচ্ছ কোন দুর্ঘটনা ঘটে, তার বদলে তার একটি মর্যাদা লিপিবদ্ধ হয় এবং একটি গুণাহ মাফ হয়।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5203- وَفِي أُخْرَى لَهُ قَالَ دخل شباب من قُرَيْش على عَائِشَة رَضِي الله عَنْهَا وَهِي بمنى وهم يَضْحَكُونَ فَقَالَت مَا يُضْحِككُمْ قَالُوا فلَان خر على طُنب فسطاط فَكَادَتْ عُنُقه أَو عينه أَن تذْهب فَقَالَت لَا تَضْحَكُوا فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلم يشاك بشوكة فَمَا فَوْقهَا إِلَّا كتبت لَهُ بهَا دَرَجَة ومحيت عَنهُ بهَا خَطِيئَة