আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫২০০
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২০০. হযরত আবু বুরদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মু'আবিয়া (রা)-এর নিকট ছিলাম। তখন একজন চিকিৎসক তাঁর পৃষ্ঠের একটি ফোঁড়ার চিকিৎসা করছিল এবং তিনি কষ্ট অনুভব করছিলেন। এ দেখে আমি বললাম, যদি আমাদের কোন যুবক এরূপ করত, তবে আমরা তাকে নিয়ে উপহাস করতাম। তখন তিনি বললেন, উক্ত রোগ না থাকা আমার জন্য আনন্দদায়ক নয়। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, কোন মুসলমান তার শরীরে কোন কষ্ট পেলে তাতে তার গুণাহ রাশির কাফ্ফারা হয়।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন। আহমাদ উল্লিখিত হাদীসের মারফু' অংশটুকু এমন সনদে বর্ণনা করেছেন, যার রাবীগণ সহীহ্ হাদীসের ক্ষেত্রে নির্ভরযোগ্য। তবে উক্ত রিওয়ায়েতে মু'আবিয়া (রা) বলেনঃ "আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মু'মিন তার শরীরে কোন কষ্টদায়ক আঘাত পেলে তার বদলে আল্লাহ্ তা'আলা তার গুণাহসমূহ মোচন করে দেন।"
তবারানী ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন। আহমাদ উল্লিখিত হাদীসের মারফু' অংশটুকু এমন সনদে বর্ণনা করেছেন, যার রাবীগণ সহীহ্ হাদীসের ক্ষেত্রে নির্ভরযোগ্য। তবে উক্ত রিওয়ায়েতে মু'আবিয়া (রা) বলেনঃ "আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মু'মিন তার শরীরে কোন কষ্টদায়ক আঘাত পেলে তার বদলে আল্লাহ্ তা'আলা তার গুণাহসমূহ মোচন করে দেন।"
তবারানী ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5200- وَعَن أبي بردة رَضِي الله عَنهُ قَالَ كنت عِنْد مُعَاوِيَة وطبيب يعالج قرحَة فِي ظَهره وَهُوَ يتَضَرَّر فَقلت لَهُ لَو بعض شبابنا فعل هَذَا لعبنا ذَلِك عَلَيْهِ فَقَالَ مَا يسرني أَنِّي لَا أَجِدهُ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من مُسلم يُصِيبهُ أَذَى من جسده إِلَّا كَانَ كَفَّارَة لخطاياه
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وروى الْمَرْفُوع مِنْهُ أَحْمد بِإِسْنَاد رُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا أَنه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من شَيْء يُصِيب الْمُؤمن فِي جسده يُؤْذِيه إِلَّا كفر الله بِهِ عَنهُ من سيئاته
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وروى الْمَرْفُوع مِنْهُ أَحْمد بِإِسْنَاد رُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا أَنه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من شَيْء يُصِيب الْمُؤمن فِي جسده يُؤْذِيه إِلَّا كفر الله بِهِ عَنهُ من سيئاته
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا