আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫১৯৬
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৯৬. উক্ত গ্রন্থে উক্ত হযরত আবু উমামা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা তোমাদের মধ্যে কাউকে মুসিবত দ্বারা পরীক্ষা করেন, যেমন তোমাদের কেউ কেউ নিজ স্বর্ণকে অগ্নি দ্বারা পরীক্ষা করেন। সুতরাং তা থেকে কিছু বের হয় খাঁটি সোনা স্বরূপ। এ হচ্ছে সে ব্যক্তি যাকে আল্লাহ্ তা'আলা সন্দেহযুক্ত বিষয়াদি থেকে মুক্ত রেখেছেন। আর কিছু বের হয় তার চেয়ে নিম্নমানের। এ হচ্ছে সে ব্যক্তি যে কিছুটা সন্দেহযুক্ত পথ অনুসরণ করত। আরও কিছু বের হয় কালো সোনাস্বরূপ। এ হচ্ছে সে ব্যক্তি যে ফিতনায় আক্রান্ত হয়েছে।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5196- وَرُوِيَ فِيهِ أَيْضا عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله ليجرب أحدكُم بالبلاء كَمَا يجرب أحدكُم ذهبه بالنَّار فَمِنْهُ مَا يخرج كالذهب الإبريز فَذَاك الَّذِي حماه الله من الشُّبُهَات وَمِنْه مَا يخرج دون ذَلِك فَذَلِك الَّذِي يشك بعض الشَّك وَمِنْه مَا يخرج كالذهب الْأسود فَذَاك الَّذِي افْتتن
tahqiqতাহকীক:তাহকীক চলমান