আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫০৭৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
আল্লাহ্ তা'আলার ভয়ে কাঁদার প্রতি উৎসাহ প্রদান
৫০৭৪. বায়হাকীর অপর এক রিওয়ায়েতে আব্বাস (রা) বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে এক গাছের নিচে বসা ছিলাম। হঠাৎ জোরে বাতাস আসল। ফলে গাছে যেসব শুকনো পাতা ছিল, ঝরে গেল এবং কাঁচা পাতাগুলো রয়ে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, এ গাছটির উপমা কি? উপস্থিত লোকেরা বলল, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তখন তিনি বললেন, যখন আল্লাহ্ তা'আলার ভয়ে
(বান্দার) শরীর শিহরিত হয়, তখন তার গুনাহগুলো ঝরে যায় এবং নেকীগুলো থেকে যায়।
(বান্দার) শরীর শিহরিত হয়, তখন তার গুনাহগুলো ঝরে যায় এবং নেকীগুলো থেকে যায়।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْبكاء من خشيَة الله تَعَالَى
5074- وَفِي رِوَايَة لَهُ قَالَ كُنَّا جُلُوسًا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تَحت شَجَرَة فهاجت الرّيح فَوَقع مَا كَانَ فِيهَا من ورق نخر وَبَقِي مَا كَانَ من ورق أَخْضَر فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا مثل هَذِه الشَّجَرَة فَقَالَ الْقَوْم الله وَرَسُوله أعلم فَقَالَ مثل الْمُؤمن إِذا اقشعر من خشيَة الله عز وَجل وَقعت عَنهُ ذنُوبه وَبقيت لَهُ حَسَنَاته
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর ভয়ে বান্দার শরীরের লোম শিউরে উঠার অর্থ হল বান্দা মানবীয় দুর্বলতার কারণে যা করেছে তা যে মন্দ ও অন্যায় এবং তার কৃত অপরাধের জন্য যে তাকে শাস্তি দান করা হবে, তা সে উপলব্ধি করেছে। মানুষ যখন অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়, মনেপ্রাণে আল্লাহর আযাবকে ভয় করে এবং তা থেকে বাঁচতে চায়, তখন আল্লাহ তার অপরাধ মাফ করে দেন। যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তাকে আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহর শাস্তি থেকে মানুষ একমাত্র তখনই রক্ষা পেতে পারে যখন আল্লাহ দয়া পরবশ হয়ে তার কৃত অপরাধ মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন এবং আমাদেরকে তাঁর রহমতের চাদরে আবৃত রাখুন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)