আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮১২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
ইবাদতের জন্য ফারেগ হওয়া ও আল্লাহ তা'আলার প্রতি মনোযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান এবং দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া ও দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া সম্পর্কে সতর্কীকরণ
৪৮১২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াত তিলাওয়াত করলেন।
مَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الآخِرَةِ الآية "যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, তার জন্য আমি তার ফসল বর্ধিত করে দেই এবং যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, আমি তাকে তারই কিছু অংশ দেই। আখিরাতে তার জন্য কিছুই থাকবে না" (৪২৪ ২০)। (তারপর) তিনি বললেন। আল্লাহ তা'আলা বলেনঃ হে আদম সন্তান। তুমি আমার ইবাদতের জন্য ফারেগ হও, আমি তোমার বক্ষ অভাবমুক্ত করে দেব, তোমার অভাব মোচন করে দেব। আর যদি তুমি তা না কর তবে আমি তোমার বক্ষ ঝঞ্ঝাটে পূর্ণ করে দেব এবং তোমার অভাব মোচন করব না।
(ইবন মাজাহও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত ভাষা তিরমিযী বর্ণিত। তিনি বলেন। এটা হাসান হাদীস। ইবন হিব্বান তাঁর সহীহ এ হাদীসটি সংক্ষিপ্তাকারে উল্লেখ করেছেন। তাতে তিনি এভাবে বলেছেন : 'আমি তোমার হস্ত ব্যস্ততায় পূর্ণ করে দেব।" হাকিম ও বায়হাকী 'কিতাবুয যুহদ'-এ এ হাদীস উল্লেখ করেছেন। হাকিম (র) বলেন, এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفَرَاغ لِلْعِبَادَةِ والإقبال على الله تَعَالَى والترهيب من الاهتمام بالدنيا والانهماك عَلَيْهَا
4812 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ تَلا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كَانَ يُرِيد حرث الْآخِرَة الشورى 02 الْآيَة
قَالَ يَقُول الله ابْن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وَأسد فقرك وَإِلَّا تفعل مَلَأت صدرك شغلا وَلم أَسد فقرك

رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن وَابْن حبَان فِي صَحِيحه بِاخْتِصَار إِلَّا أَنه قَالَ مَلَأت يدك شغلا وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ فِي كتاب الزّهْد وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৮১২ | মুসলিম বাংলা